close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সিটি কলেজে অবৈধ কমিটি ও অবৈধ অধ্যক্ষের অপসারণে মানববন্ধনে দাবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও অবৈধ অধ্যক্ষের অপসারণে মানববন্ধনে দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষক সমাজ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষক সমাজ।

মঙ্গলবার  (২৭ মে'২৫ ) দুপুরে কলেজ চত্বরের সামনে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী অভিভাবকবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন  কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুচ আলী (বাবু), সহকারী অধ্যাপক ডঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আঃ ওয়াদুদ, প্রভাষক গাজী রেজাউল করিম, সাধারণত ছাত্রদের মধ্যে মোঃ সাদ্দাম হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়াও অনেক শিক্ষক ও ছাত্র/ ছাত্রবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন," গত ৫ আগষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতত হলেও এই কলেজ থেকে এখনো তা দূর হয়নি। বিগত সময়ে যারা এই কলেজ ফান্ড থেকে অনেক অর্থ  লুটপাট করা হয়েছে। বর্তমান  ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগেকে অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। সর্বশেষ জনগণের দাবি উপেক্ষা করে কৌশলে কলেজ গভর্ণিং বডির এডহক কমিটি অনুমোদক কিয়ে নিয়ে আসা হয়েছে।  আমরা এসব অনিয়ম, দূর্নীতির ও কুট কৌশলের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে এসবের সঠিক তদন্ত এবং কমিটি বাতিল পূর্বক জনগণের দাবি অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি। না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো এবং কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো"।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator