শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সাতক্ষীরা স্বদেশ অফিসে সেতু বন্ধন গড়ি নেটওয়ার্কের জেলাকার্যকরী কমিটির ত্রৈমাসিক সভা রবিবার (১৮ মে '২৫) সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কেও কার্যকরী কমিটির সভাপতি শাহানারা খাতুন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
সভাপতি স্বাগত বক্তব্যও মধ্য দিয়ে সভারম্ভেও ঘোষনা দেন।আলোচনার শুরুতে বিগত মাসের রেজুলেশন পাঠ করা হয় এবং সর্ব সম্মতিতে তা অনুমোদন করা হয়।
আলোচনায় নেটওয়ার্কের অন্যত্তম সদস্য মৃত মোসলেম আলী সরদারের বিদেহী অত্মার শান্তি কামনা এবং শোক প্রকাশ করা হয়। আলোচনায় নেটওয়ার্কেও সদস্যদের জিবন মান এবং অর্থনৈতিক উন্নয়ন এর জন্য আগামী জুন মাসের ৩ তারিখ হইতে কৃষি ,বাজার ব্যবস্থাপনা এবং নেতৃত্ব বিকাশের প্রশিক্ষনের জন্য ব্যাবস্থা গ্রহনের প্রস্তাব রাখা হয়। পাশাপাশি রিভল্বিং ফান্ডের রক্ষনাবেক্ষন এবং বকেয়া পরিশোধের জন্য সদস্যদের উদ্দেশে আহ্বান জানানো হয়।
আলোচনায় আাগামী ২০ জুলাই ২য় ত্রৈমাসিক সভার দিন ধার্য করা হয়। অতপর বিবিধ আলোচনা বিশেষ কিছু সংযোজন না থাকায় সর্বসম্মতিতে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
সভায় উপিস্থিত ছিলেন সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের কার্যকরী কমিটীর সদস্য আনোয়ার হোসেন, ইমান আলী, আসমা খাতুন, নুরনাহার খাতুন। সভা সঞ্চাপলন করেন স্বদেশ এসবিজিএন প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।