সাতক্ষীরা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে এক বছর পূর্তি উপলক্ষে মশিউর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান তার নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

২০২৪ সালের ২৯ মে এই দিনে আমাকে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন সদর উপজেলাবাসী। ২৯ মে আমার জীবনে একটি স্মরনীয় দিন। সেই দিন থেকে আমি সাতক্ষীরা সদরবাসীর কাছে চির কৃতজ্ঞ ও ঋণী হয়ে আছি। ‘আমি আপনাদের প্রিয় সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

২০২৪ সালে আমি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছিলাম। দলমত নির্বিশেষে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সকল মানুষ এবং আমার দলের সকল নেতা কর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের ভালোবাসার কারণে গত বছর এই দিনে অনেক লড়াই সংগ্রাম করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। তাই সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতদিন বেঁচে থাকব আজকের এই দিনটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে সকলের কাছে আমার এই আহ্বান আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই ভালোবাসাটা যেন আমার প্রতি থাকবে। একই সাথে সকলের কাছে দোয়া চাই, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরার মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি। আমি আপনাদের শাসক নয়, সেবক হয়েছিলাম। আমৃত্যু পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই এবং স্মার্ট ও উন্নয়ন সমৃদ্ধ সাতক্ষীরা সদর উপজেলা গড়তে সাতক্ষীরাবাসীর পাশে থাকতে চায়।

No comments found


News Card Generator