close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ব্রহ্মরাজপুর চেলার বিলে সাতক্ষীরা সদর উপজেলার অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিশিষ্ঠ ক্রীড়াবীদ দিদারুল ইসলাম খোকার নেতৃত্বে ১৭টি ঘোড়া প্রতিযোগতায় অংশ নেয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর চেলার বিলে শুক্রবার (১৬ মে '২৫)বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা।

বিশিষ্ঠ ক্রীড়াবিদ দিদারুল ইসলাম খোকা ও মোঃ শহীদুল ইসলামের আয়োজনে ১৭টি ঘোড়া প্রতিযোগতায় অংশ নেয়। 

প্রতিযোগিতা শেষে বিকেল ৬টায় ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ঠ ক্রীড়াবীদ দিদারুল ইসলাম খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক, ক্রীড়া পরিচালক আব্দুল্লাহ সানা  ও সৌদি প্রবাসী আতিয়ার রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা, মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ গ্রামীন প্রাচীন  ঐতিহ্য অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। এ ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজক কমিটি যে আয়োজন করেছেন সে জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 

একইসাথে মাদককে পরিহার করে এ খেলাধুলার প্রতি আগ্রহী হতে কিশোর ও যুব সমাজের প্রতি আহবান জানান তিনি।

সবশেষে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী খুলনার কয়রা উপজেলার ইব্রাহীম শিকারীকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকার করে কলারোয়ার বজলে রহমানকে নগদ সাত হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকার করে যশোরের বাঘারপাড়ার সোহেল আহম্মেদকে নগদ পাঁচ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।

Inga kommentarer hittades


News Card Generator