close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আবুল কাসেম, সম্পাদক আসাদুজ্জামান..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আবুল কাসেম, সম্পাদক আসাদুজ্জামান

এস এম তাজুল হাসান সাদ,  (সাতক্ষীরা)

সাতক্ষীরা প্রেসক্লাবের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি। শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন ক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: আবুল কালাম (সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন) যুগ্ম সম্পাদক: এম বেলাল হোসাইন (ডিবিসি নিউজ) সাংগঠনিক সম্পাদক: এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি, আলোকিত বাংলাদেশ) অর্থ সম্পাদক: শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আকরামুল ইসলাম (যমুনা টিভি)

দপ্তর সম্পাদক: মাসুদুজ্জামান সুমন নির্বাহী সদস্যবৃন্দ: অ্যাড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ) আবু তালেব (নির্বাহী সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত) কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন) আব্দুস সামাদ (বাংলাদেশের খবর, বাংলাদেশ নিউজ) আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন, বাংলাট্রিবিউন)

 

কমিটি গঠনের লক্ষ্যে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে একাধিক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন জেলার বিশিষ্ট সাংবাদিকরা।

সভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, সাপ্তাহিক সূর্য আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক কল্যাণের কাজী ময়না, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, এফএনএস ও কান্ট্রি টুডের শহীদুল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, এখন টিভির আহসান রাজীব, ভোরের পাতার ডা. মহিদার রহমান ও বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

সাতক্ষীরার গণমাধ্যমকর্মীরা আশা করছেন, নতুন এ নেতৃত্ব প্রেসক্লাবের গঠনমূলক কার্যক্রমকে গতিশীল করবে এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Keine Kommentare gefunden