শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: দুটি দেশী তৈরি ওয়ান শুটার গানসহ মনোজ সরদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহষ্পতিবার (০১ মে '২৫) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সাতক্ষীরা শহরতলীর কুকরালির টিবি হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনোজ সরদার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের মানস সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল বৃহষ্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পাশে অবস্থান করছিলো। তারা গোপনে খবর পান যে অস্ত্র কেনা বেচার জন্য কয়েকজন কুকরালি টিবি হাসপাতাল মোড়ে অপেক্ষা করছে। এরই ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে পৌঁছালে এক ব্যক্তি র্যাব এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে আটক করে শরীরে তল্লাশী করা হয়। তার জামার ভিতরে লুকিয়ে রাখা কাগজে মোড়ানো দেশী তৈরি দুটি লোহার ওয়ান শুটার গান পাওয়া যায়।
তবে গ্রেপ্তারকৃত মনোজ সরদারের বাবা মানস সরদার তৃতীয় মাত্রাকে জানান, বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি খেতে ধান কাটছিলেন। এ সময় দুইজন হেলমেট পরিহিত মোটর সাইকেল আরোহী তাদের বাড়িতে এসে মনোজকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পুত্রবধু নুপুর সরদারের কাছ থেকে মনোজের মোবাইল নাম্বার নিয়ে যায়। মনোজ মাদকসেবী হলেও সে অস্ত্র কেনা বেচার সঙ্গে জড়িত এটা তিনি বিশ্বাস করেন না। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে মনে করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম তৃতীয় মাত্রাকে জানান, এ ঘটনায় র্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের উপ-পরিদর্শক সানাউল্লাহ বাদি হয়ে মনোজ কুমার সরদারের নাম উল্লেখ করে শুক্রবার ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার (০২ মে'২৫) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।