শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরায় মিথ্যা হয়রানি বন্ধ ও সুষ্ঠ জীবন যাপনের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এক নব দম্পতি। নব দম্পতি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মোহাম্মদ রেজাউল ইসলামের ছেলে মোঃ আলামিন সরদার(২২) ও একই এলাকার মোঃ শাহিন হোসেন সরদারের মেয়ে তাসনিম জাহান(১৯)।
ভুক্তভোগী তাসনিম জাহান জানান, গত ১৮ মে ২০২৫ তারিখে স্বেচ্ছায় তার স্বামী আলামিন সরদারকে ইসলামী শরীয়া মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ে করেছেন। তবে তার পিতা ও পরিবারের লোকজন বিয়ে মেনে না নিয়ে তার স্বামী ও তার পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে।
ভুক্তভোগী তাসনিম সুষ্ঠ সুন্দর ভাবে স্বামীর সংসার করতে ও হয়রানি বন্ধে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।