শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 'দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। শনিবার (২১ জুন '২৫) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির সহকারি উপপরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাইন্টিফিক অফিসার মিলন কবির ও মশিউর রহমান। বক্তারা দেশীয় ফলের চাষাবাদ ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান-পূর্বে অতিথিবৃন্দ ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশীয় ফলের প্রদর্শনী ছাড়াও ফলের গাছের বিভিন্ন জাতের চারা প্রদর্শিত হয়। এছাড়াও মেলায় সাতক্ষীরা আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং পৌর ও সদর উপজেলার মানুষের মাঝে কাটিমন আমের চারা বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে ফলের গাছ লাগাতে উৎসাহিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।
এই মেলার মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে দেশীয় ফলের চাষাবাদের গুরুত্ব তুলে ধরা হয় এবং ফলের গাছ লাগানোর প্রতি সচেতনতা বৃদ্ধি করা হয়। এই উদ্যোগের ফলে সাতক্ষীরায় ফল উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



















