শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় ছাত্রদল নেতা ইমদাদুল হক ছোট বাবু’র নেতৃত্বে শিক্ষার্থীদের ও অভিভাবকদের মাঝে পানি স্যালাইন ও কলম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল '২৫) সাতক্ষীরা আলিয়া
কামিল মাদ্রাসা এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
সাতক্ষীরা পৌর ছাত্রদল এর যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ছোট বাবু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে তীব্র গরমে তেষ্টা মেটাতে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি স্যালাইন, কলম সহ শিক্ষা সামগ্রী বিতরণ করাহয়েছে। এছাড়া তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও বিতরণ করাহয়।
এসময় অন্যান্য ছাত্রনেতা কর্মীরা উপস্থিত ছিলেন।