শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটায় চার ব্যবসায়ীকে নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার দেবহাটা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন মাহমুদ।
মহিউদ্দীন মাহমুদ জানান, 'সোস্যাল ম্যার্কেটিং ম্যানেজমেন্ট (এস,এম,এম) গ্রুপ' নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে তারা পাঁচজন অংশীদার হিসেবে আছেন। মাহবুব আলমের আহ্বানে তারা হাঁস-মুরগি ক্রয়-বিক্রয়ের ব্যবসা শুরু করেন। কিন্তু, মাহবুব আলম নিয়মিত মিটিং এবং পরামর্শ ছাড়াই নিজের ইচ্ছামত ব্যবসা পরিচালনা করতে শুরু করেন।
ব্যবসায়িক হিসাব চাওয়ার পরও মাহবুব নির্ভুল হিসাব দিতে ব্যর্থ হন। পরবর্তীতে ব্যবসায়িক প্রতারণার বিষয়টি প্রমাণিত হলে মাহবুব প্রতিশ্রুতি দেন যে তিনি জমি বিক্রি ও ঘেরের মাছ বিক্রি করে টাকা পরিশোধ করবেন। কিন্তু, তিনি কোনো অর্থ পরিশোধ করেননি এবং পরবর্তী আলোচনা সভাগুলিতে অনুপস্থিত থাকেন।
মহিউদ্দীন মাহমুদ আরও বলেন, মাহবুবের পরিবার তাদের পাওনা টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। তারা মামলাটি বিজ্ঞ আমলী আদালতে দায়ের করেন এবং এটি বর্তমানে দেবহাটা থানায় তদন্তাধীন রয়েছে।
তারা দাবি করেন যে, বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বালিকৃষ্ণপুর (কামটা) গ্রামের হাকিম সরদারের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন ও দেবহাটার বসন্তপুর এলাকার আবারুল ইসলামের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সোলাইমান হোসেন, মাওলানা শামসুল আরেফ এবং আব্দুল গফুর সরদার। তারা সকলেই এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং সুবিচারের প্রত্যাশা করেন।