close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বিশ্ব নদী দিবসে সাতক্ষীরার শ্যামনগরে নদী ও খালের নব্যতা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদীর চর দখল ও ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

বিশ্ব নদী দিবসে সাতক্ষীরার শ্যামনগরে নদী ও খালের নব্যতা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদীর চর দখল ও ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর '২৫) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শ্যামনগর আতরজান মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহাবিদ্যালয়ের প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, আনিসুজ্জামান সুমন, জিএম মোহামম্দ আলী প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার নদ-নদী ও অধিকাংশ খাল আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৃতপ্রায়। অবৈধ দখলদাররা নদীর পাড় দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা  আরো বলেন, মাদার নদী ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। নদীকে দেখে এখন চেনার উপায় নেই। এছাড়া আদি যমুনা নদী তার নাব্যতা হারিয়ে একেবারেই মৃত প্রায়, এছাড়া আদি যমুনাকে বর্জ্য ফেলার স্থান তৈরি করা হয়েছে।

এসময় উপজেলার নদী ও খালগুলোকে বাঁচাতে এবং পরিবেশগত বিপর্যয় রোধে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

Inga kommentarer hittades


News Card Generator