শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রত্যয়োদ্দীপ্ত প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৭ অক্টোবর '২৫) সকাল ১০ টায় সাতক্ষীরার আকাশে যেন ভেসে বেড়াচ্ছিল এক গভীর মমতার সুর। শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শতাধিক প্রবীণ, সমাজসেবক ও নাগরিকেরা যখন একসাথে বর্ণাঢ্য র্যালিতে অংশ নিলেন, তখন মনে হচ্ছিল—এ শুধু একটি দিবস নয়, এটি সম্মান, কৃতজ্ঞতা আর মানবিকতার এক উজ্জ্বল উৎসব।



















