close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সার্বজনীন ধর্মীয় আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে সেনাবাহিনী..

Gourob Shaha avatar   
Gourob Shaha
মহা অষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান উপলক্ষে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।..

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে উৎসবগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। এসব ধর্মীয় আয়োজন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করছে।

 

রোববার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে ১৯টি ঘাটে শুরু হয়েছে পুণ্যস্নান। দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থী এই স্নানে অংশ নিয়েছেন। মধ্যরাত থেকে শুরু হওয়া এ উৎসব দুই দিনব্যাপী চলবে। ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকেও পুণ্যার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

একই দিনে কুড়িগ্রামের চিলমারীতেও ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে পবিত্র অষ্টমী স্নান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধিক মানুষ এতে অংশ নেন।

 

আইএসপিআর সূত্র জানায়, পূজা উপলক্ষে চট্টগ্রাম, কক্সবাজার, টাঙ্গাইল, বরিশাল, ঝালকাঠি, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পূজামণ্ডপে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়। এসব এলাকায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

 

নিরাপত্তার পাশাপাশি পূজা আয়োজকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় সম্প্রতির আবহ আরও দৃঢ় হয়।

 

আইএসপিআর জানায়, পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে সেনাবাহিনী দেশজুড়ে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। ভবিষ্যতেও জাতীয় ও ধর্মীয় আয়োজনে সেনাবাহিনী প্রস্তুত থাকবে।

 

No comments found