close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সারাদেশে বৃষ্টি, শ্রীরামপুরে এক ফোঁটাও নয়

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

সারাদেশজুড়ে বৃষ্টির আমেজ, কিন্তু রায়পুরার শ্রীরামপুরে একফোঁটাও নয়!

 

নরসিংদী আলো প্রতিনিধি: গৌরব সাহা

প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

 

স্থানীয়রা অবাক, প্রকৃতির এমন বৈচিত্র্য আগে দেখেননি..

 

 

 

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত শ্রীরামপুর বাজার ও আশপাশের এলাকায় এখনও পর্যন্ত এক ফোঁটা বৃষ্টিও হয়নি। সারাদেশে যখন বৃষ্টি হচ্ছে, কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ—তখন শ্রীরামপুর গ্রামের আকাশ যেন নিজেকে আড়াল করে রেখেছে। মেঘ জমে না, বাতাসে নেই বৃষ্টির ঘ্রাণ, চারদিকে একধরনের নিস্তব্ধতা।

 

১৩ এপ্রিল ২০২৫, রবিবার দিনভর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেলেও শ্রীরামপুরের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থেকেও বৃষ্টির দেখা পাননি। এমনকি রায়পুরা উপজেলার অন্যান্য ইউনিয়ন বা বাজারগুলোতেও কিছুটা বৃষ্টির ছোঁয়া লাগলেও শ্রীরামপুর ছিল একেবারেই ব্যতিক্রম।

 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, “এমনটা আগে কখনও দেখা যায়নি। চারদিকে বৃষ্টি হচ্ছে, অথচ আমাদের এলাকায় আকাশও বদলায় না।” অনেকেই বৃষ্টির জন্য অপেক্ষা করছেন কৃষিকাজ শুরুর আশায়। কেউ কেউ আবার ধর্মীয় রীতিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়ার আয়োজনও শুরু করেছেন।

 

বছরের এই সময়টায় সাধারণত শ্রীরামপুর এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়ে থাকে। কিন্তু চলতি বছর প্রকৃতির এমন পরিবর্তন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ।

 

বিশেষজ্ঞদের মতে, স্থানীয় জলবায়ুর হঠাৎ পরিবর্তন, বাতাসের গতিপথ বা গরমের তীব্রতা বৃষ্টিপাতের এই তারতম্যের কারণ হতে পারে। তবে এটি সাধারণ ঘটনা না বলেই মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা।

 

এই খবর লেখা পর্যন্ত শ্রীরামপুরে আকাশ পরিষ্কার ও রোদ্রজ্জ্বল রয়েছে। বৃষ্টি হবে কিনা, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Related Topics: Narsingdi News

 

Raipura Weather

 

Shrirampur Rain Update

 

Local News Narsingdi

 

Narsingdi Alo

 

Gaurab Saha Report

 

Bangladesh Weather April 2025

 

Rain News Bangladesh

 

Shrirampur Weather

 

No Rain in Shrirampur

 

Local Weather Update

 

কৃষি ও আবহাওয়া

 

বৃষ্টি সংবাদ ২০২৫

 

নরসিংদী জেলার খবর

 

রায়পুরা আবহাওয়া

Ingen kommentarer fundet