পাবনার সাঁথিয়ায় ঢাকাগামী কোচে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১০ জুন দুপুরে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, উপজেলার কাশিনাথপুরে অবস্থিত ঢাকাগামী বিভিন্ন কোচ কাউন্টার থেকে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পান সেনাবাহিনী। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি কাউন্টার মাস্টাকে আটক করে সেনাবাহিনীর টিম। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট তাদের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা করেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			