close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ – ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের....

ঢাকা, ০৬ মার্চ ২০২৫: সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দলটির নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।"

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে রয়েছে সৎ ও দক্ষ ব্যক্তিত্ব, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ। তারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। জামায়াতই পারে জাতির প্রত্যাশিত কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্র গঠন করতে।

ডা. তাহের বলেন, বৃটিশ শাসন, পাকিস্তানের শাসন-শোষণ এবং সর্বশেষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়ে বারবার স্বাধীনতার জন্য লড়াই করেছে। কিন্তু এখনও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। ২০২৪ সালে জাতির ঐক্যের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাও হুমকির মুখে। তাই সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়

তিনি বলেন, "২০২৪ সালের আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকরা জাতির পাশে দাঁড়িয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা পরিহার করে ন্যায় ও সত্যের পক্ষে থাকতে হবে।"

বিশিষ্টজনদের উপস্থিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। পরিচালনা করেন নগর সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। বক্তব্য দেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, দৈনিক নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনসহ গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্প্রীতির আহ্বান

সভাপতির বক্তব্যে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী প্রতি বছর সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ মিছিল বা স্লোগান দিয়ে হবে না, বরং দেশপ্রেমের চেতনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

Nema komentara