সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠ তালা প্রতিনিধি টিপু
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু অবশেষে সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিনে মুক্তি পেয়েছেন
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর পক্ষে আপিল করেন অ্যাডভোকেট বদিউজ্জামান। একইসঙ্গে তিনি জামিনের আবেদনও দাখিল করেন। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। পরে জামিনের আদেশ সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।
সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে শাস্তি দেওয়ার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) ঢাকা, সাতক্ষীরা ও তালায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন রোকনুজ্জামান টিপু। এ সময় উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ঘটনার পর দুই পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ করেন। এরপর সাংবাদিক টিপুকে দণ্ডবিধির ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এমন ঘটনাকে কেন্দ্র করে ফুসে ওঠে সাতক্ষীরা সহ সারা দেশের সাংবাদিক সমাজ