close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সালমান শাহ হ ত্যা: সাবেক স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The court has banned Salman Shah's ex-wife Samira Huq and actor Don from leaving the country in connection with the actor's murder case, citing potential disruption to the investigation

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তদন্তে সহযোগিতা নিশ্চিত করতে এই আদেশ দেওয়া হয়েছে।

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে করা রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক এবং বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্র থেকে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা জরুরি।

এর আগে, গত ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এই নির্দেশনার পরপরই ওই দিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। পরদিন আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এই মামলার মোট আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর রহস্য এখনও ভেদ করা সম্ভব হয়নি, তবে এই নতুন হত্যা মামলা এবং আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা মামলাটিকে নতুন মোড় দিল।

לא נמצאו הערות


News Card Generator