১৬ জুন (সোমবার) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন—সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির, তানভির নিজাম এবং ক্রিকেটার সাকিব আল হাসান।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে যে আবেদন করেন, সেখানে বলা হয়—উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অসাধু উপায়ে বিপুল পরিমাণ অর্থ শেয়ারবাজারে লগ্নি করে অবৈধ সম্পদ গড়ার বিষয়ে অনুসন্ধান চলছে। এই প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে কারণে তাদের বিদেশ যাত্রা সাময়িকভাবে নিষিদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।