close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাজেক পরিক্ষা কেন্দ্রে অসদুপায়ে অবলম্বন করায় ৩ শিক্ষক আটক..

MD Ariful Islam avatar   
MD Ariful Islam
৩ শিক্ষকের অসদুপায়ে অবলম্বন করার দায়ে সাজেক পরিক্ষা কেন্দ্রে আটক করা হয়েছে।..

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এসএসসি পরীক্ষা কেন্দ্র অসদুপায় অবলম্বন করার দায়ে ৩ শিক্ষক'কে আটক করে সাজেক থানা পুলিশ সোপর্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী'দের অসদুপায় অবলম্বন(নকল) সরবরাহর দায়ে ৩ জন'কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত'রা হলেন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরেন্দ্র চাকমার ছেলে রুপায়ন চাকমা(৪৩), সহকারী শিক্ষিকা  মোঃ ওয়াজেদ আলীর। মেয়ে নুর আয়শা বেগম (৩৫) ও মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকুল কান্তি চাকমার ছেলে মিন্টু চাকমা (৪৫)।

 

গ্রেপ্তারের বিষয়'টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসনে নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। এসময় তিনি জানান, পরিক্ষা কেন্দ্র অসদুপায় অবলম্বন করার সময় সরেজমিনে ধরা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator