সাগর-রুনি হত্যা মামলায় টাস্কফোর্সের নতুন পদক্ষেপ! ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদে অনুমতি দিল আদালত
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্তকারী সংস্থা। মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক আদালতে আবেদন করে জানান, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করা হলে এ মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
আদালতের সিদ্ধান্ত
গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে এই আবেদন করা হয়। ৪ মার্চ ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম সেই আবেদন মঞ্জুর করেন। শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার সূত্রে এসব তথ্য জানা গেছে।
আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় ফারজানা রুপা এটিএন বাংলায় কর্মরত ছিলেন এবং মেহেরুন রুনির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পারিবারিকভাবেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। হত্যাকাণ্ডের পর তিনি টেলিভিশনে রিপোর্ট করেছিলেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করলে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
১০ বছরেও মেলেনি সুবিচার!
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান এই হত্যার বিচার চেয়ে মামলা করেন।
কিন্তু দীর্ঘ ১২ বছর পরও বিচারকাজ শেষ হয়নি। অবশেষে হাইকোর্ট গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলাটির তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে। আদালত আশা করছে, এবার সত্য বের হয়ে আসবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।