close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সায়েন্সল্যাবে সংঘর্ষ, ঢামেকে আহত ১৫ শিক্ষার্থী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সায়েন্সল্যাবে সংঘর্ষ, ঢামেকে আহত ১৫ শিক্ষার্থী
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আহতরা অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন। এর আগে দুপুরে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
没有找到评论


News Card Generator