সায়েক এম রহমানকে নাগরিক সংবর্ধনা: মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নতুন বাংলাদেশের আহ্বান
লন্ডনপ্রবাসী এবং বাংলাদেশের জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান সায়েক এম রহমানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন নানা বিশিষ্টজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জ্বল, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর নজরুল ইসলাম তামেজী, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
এদিন সায়েক এম রহমানের লেখা ‘অবরুদ্ধ বাংলাদেশ’ ও ‘একটি ভোরের প্রতিক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে, সায়েক এম রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতারা, এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জ্বল। একই সঙ্গে, শাহানা সুলতানা তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
এ সময় সায়েক এম রহমান বলেন, "আমি সত্যিই অভিভূত ও আনন্দিত। নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। যারা ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তা গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"
প্রধান অতিথি অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জ্বল তার বক্তব্যে বলেন, "বিদেশে বসে সায়েক এম রহমানদের মতো দেশপ্রেমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ২৪ জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন পরাজিত করতে সহায়তা করেছে। তবে এখনও চারপাশে ফ্যাসিবাদের চিহ্ন রয়েছে, এবং ঐক্যবদ্ধভাবে সেগুলোকে প্রতিরোধ করতে হবে।"
এই আয়োজন সায়েক এম রহমানের দেশের প্রতি অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে তার নিরলস সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল।
Inga kommentarer hittades



















