সাড়ে ৩ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

সাড়ে ৩ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে ওঠায় দাম নিয়ন্ত্রণে রাখতে এবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

 

এদিকে, পেঁয়াজ আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। ১১০ টাকা কেজি দরের মুড়ি কাটা পেঁয়াজ আজ বিক্রয় হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

 

দেশীয় শুকনো ১৩০ টাকা দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ প্রতি মেট্রিক টন ৪১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা করা হচ্ছে।

 

রবিবার (৭ ডিসেম্বর) ৪টা ২০ মিনিটে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

 

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে । আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে।

 

সবশেষে চলতি বছরের ১৪ আগস্ট এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।  এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের চার জন আমদানিকারক ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

 

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator