close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড এর " সাভেরা " এর সম্মাননা প্রদান- ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান..

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড এর " সাভেরা " এর সম্মাননা প্রদান- ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্টার : ইসমাইল হোসেন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে ঢাকার বনশ্রীতে অনুষ্ঠিত হলো " সাভেরা " এর সম্মাননা প্রদান -২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।২৪ জানুয়ারি শনিবার সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড এর কর্ণধার ফারজানা নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার কিংবদন্তি চিত্রনায়িকা রেনু রোজিনা, বাংলাদেশের বেস্ট মডেল এন্ড কোরিওগ্রাফার সৈয়দ রুমা, রন্ধন আর্টিস্ট হাসিনা আনসার, বোরহান চৌধুরী প্রেসিডেন্ট সৃজন বাংলাদেশ, চিত্রনায়ক অনিক রহমান অভি, ফ্যাশন কোরিওগ্রাফার আদি অভি,রন্ধন শিল্পী সুরভী ইসলাম, সুব্রত দে - চ্যানেল বাংলাভিশন, চ্যানেল এইচ স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন সিনেমা আর্টিস্ট ও মডেল ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফি গন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী কামাল ভূঁইয়া । অনুষ্ঠানে রেনু রোজিনা নারী উদ্যোগতা, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । "ফারজানা নূর" সম্পর্কে জানা যায় তিনি একজন সফল নারী উদ্যোক্তা । তিনি পুরাতন ঢাকার একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী ও বাংলাদেশ গার্মেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ হাজী আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য কন্যা। তিনি একাধারে একজন উদ্যোক্তা, রন্ধনশিল্পী এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে নিবেদিত প্রাণ ও একজন মোটিভেশনাল ট্রেইনার । তিনি তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে গঠিত "সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড" -এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী । উদ্যোক্তাদের উজ্জীবিত রাখার জন্য তিনি সংগীতের মাধ্যমে তাদেরকে অনুপ্রেরণা দান করেন ও মাতিয়ে রাখেন । তার দীর্ঘ কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে নারীদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে দেশে বিদেশে তাদের প্রতিভাকে ছড়িয়ে দেওয়া ও তার সংগঠন "সাভেরা ওমেন্স ওয়ার্ল্ড" কে নিজের দেশ ও বিশ্বের স্বয়ংসম্পূর্ণ কয়েকটি দেশে তার সংগঠনের নারীদের নিয়ে গিয়ে বিভিন্ন ফেস্টিভ্যাল ও কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করানো । এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পণ্য, শিল্প ও সাংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা । ফারজানা নূর জানান, তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান সভেরা কনজিউমার ওয়ার্ল্ড, সাভেরা বুটিক\'স্ এন্ড বিজনেস ওয়ার্ল্ড ও সাভেরা ইভেন্ট অফ অনার্স এন্ড এওয়ার্ডস্ এর ব্যবস্থাপনা পরিচালক ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator