সাভারে "দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার" এর উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার (০৭ মার্চ) গণস্বাস্থ্য পিএইচ অডিটোরিয়ামে এসোসিয়েশন এর পরিচালক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের পিতা মহিউদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার। তারা আগামীতে দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে।" অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সন্তানের জন্য সুচিন্তা করুন এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিক কায়েম এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন। আরও উপস্থিত ছিলেন এই এসোসিয়েশন এর সাবেক পরিচালক হাফেজ ফয়জুল ইসলাম ও সানোয়ার হোসাইন।