close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ:

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ দিয়েছে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।..

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে থাকা একটি চারতলা বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া জমি, ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আজ এ আদেশ দেন।


দুদকের তথ্য অনুযায়ী, লুৎফুল তাহমিনা খানের ব্যাংক হিসাবে ৭ কোটি ৫৮ লাখ টাকা জমা রয়েছে। তাঁর নামে থাকা তেজগাঁওয়ের মণিপুরিপাড়ায় চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।


গত বছরের অক্টোবরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক আদালতে লিখিতভাবে বলেছে, আসাদুজ্জামান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন।

No comments found


News Card Generator