সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে
জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
শহিদুল ইসলাম খোকন : বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদাকে জনতা আটক করে গণধোলাই ও জুতার মালা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক নূরুল হুদাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাঁর গলায় জুতার মালা পরানো হয়। হালকা গণধোলাই দেওয়ার পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, সাবেক সিইসি নূরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আবেদনপত্রে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ তুলে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।



















