close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাবেক এমপি হেনরীর ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিপুল সম্পদ নিয়ে দুদকের বড় পদক্ষেপ! সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি এ
সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিপুল সম্পদ নিয়ে দুদকের বড় পদক্ষেপ! সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি এবং ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া, তার যৌথ মালিকানাধীন চারটি কোম্পানির মোট এক কোটি ৩৪ লাখ টাকাও ক্রোকের আওতায় আনা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। কীভাবে হলো এই পদক্ষেপ? দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ আদালতে এই সম্পদ ক্রোকের আবেদন করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর রেজাউল করিম রেজা। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। এর আগে, গত ২৫ নভেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে জান্নাত আরা হেনরী, তার স্বামী এবং মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। কী অভিযোগ হেনরীর বিরুদ্ধে? দুদক সূত্রে জানা যায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার ৪৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। পাশাপাশি, তাদের বিরুদ্ধে ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও প্রমাণিত হয়েছে। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর দুদক তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলা দুটি দায়ের করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। গ্রেপ্তারের ইতিহাস দুদকের তদন্ত শুরু হয় ২০২৪ সালের ২০ আগস্ট। এরপর গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। এই পদক্ষেপে দেশে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতি দমনে দুদকের দৃঢ় মনোভাবের প্রমাণ মিলেছে। তবে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আদালতে নির্ধারিত হবে।
Ingen kommentarer fundet