বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
আদালতে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ।
Aucun commentaire trouvé