close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাবেক এমপি বেনজিরের ফ্ল্যাট-প্লটসহ জমি জব্দ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুদকের আবেদন মেনে সাবেক এমপি বেনজিরের ইস্কাটন ও ধানমন্ডির ফ্ল্যাটসহ ১৯৩ শতাংশ জমি জব্দ ও কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত, দুর্নীতির অভিযোগে চলছে মামলা।..

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে দেশের আদালত এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ কার্যক্রমে তার বিভিন্ন সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুই পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজিরের রাজধানীর ইস্কাটন, ধানমন্ডি ও ধামরাইয়ের মোট চারটি ফ্ল্যাট ও পূর্বাঞ্চলের ১০ কাঠার একটি প্লটসহ মোট ১৯৩ শতাংশ জমি জব্দের আদেশ দেন।

আদালতের পাশাপাশি বেনজিরের তিনটি প্রতিষ্ঠানের শেয়ার, একটি মোটরযান এবং নয়টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বেনজিরের স্ত্রী সাহিনা বেগমের একটি কোম্পানির শেয়ার, একটি ডিপোজিট এবং দুইটি ব্যাংক হিসাবের ১ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৫৯৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ দুটি আবেদন করেন।

বেনজিরের জব্দকৃত সম্পদের আনুমানিক মূল্য ১৪ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা হিসেবে ধরা হয়েছে। তার শেয়ার, মোটরযান ও ব্যাংক হিসাব মিলিয়ে ১ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ২৮৬ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, বেনজির আহমেদ তার সাংসদত্বকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে প্রায় ১৭ কোটি ৯৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তার স্বার্থ সংশ্লিষ্ট ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি প্রায় ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই অর্থ ও সম্পদ অবৈধভাবে অর্জন ও হস্তান্তরের চেষ্টা করা হচ্ছিল।

এছাড়া বেনজিরের স্ত্রী সাহিনা বেগমের বিরুদ্ধে ও দুর্নীতি দমন কমিশন আইন ও দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার কাছে থাকা ৯৭ কোটি টাকার সম্পদও অবরুদ্ধ করার প্রয়োজনীয়তাও আদালতে উল্লেখ করা হয়েছে।

এভাবে দীর্ঘ সময় ধরে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হওয়ায় দেশের শুদ্ধাচারের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখানো হচ্ছে এই পদক্ষেপ।

No comments found