close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রুপগঞ্জে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ‎, র‍্যাবের অভিযানে গ্রেফতার -১..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার।


‎নারায়ণগঞ্জের রুপগঞ্জে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হাসান নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। 

‎শুক্রবার (১১ এপ্রিল) রাতে রুপগঞ্জ থানাধীন এন জেড টেক্সটাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হাসান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গয়িতসব এলাকার মৃত কপিল উদ্দিনের ছেলে।

‎এবিষয়ে, র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ জানান , নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন  আউখাবে এলাকার জমির আলীর বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন সুনামগঞ্জের আব্দুল করিম। গত ১১ এপ্রিল সকালে তার শিশু কন্যা, ভাড়াটিয়া বাসার পাশের মুদি দোকানে গেলে, মোঃ হাসান শিশুটিকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মর্তুজাবাদ রাস্তার পাশের নির্জন স্থানে নিয়ে যায়। এসময় শিশুটির পরনের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে, ভয় পেয়ে শিশুটি চিৎকার করলে পথচারীরা এসে শিশুটিকে উদ্ধার করে এবং সে সময় আসামী দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা রুপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এই জঘন্যতম ঘটনাটি ঘটার পরই এর সাথে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের জন্য র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করে এবং ২৪ ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments found