close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে   সংবাদ সম্মেলন..

GK Shohag avatar   
GK Shohag
****

রূপগঞ্জের মাঝিপাড়ায় গত ১০ জুন দু'পক্ষের সংঘর্ষ, গুলির ঘটনায় কতিপয়  টেলিভিশন ও অনলাইনে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহবায়ক মাহবুবুবুর রহমান মাহবুব।

১৩ জুন শুক্রবার সকালে উপজেলার পূর্বাচলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান মাহবুব বলেন, মাঝিপাড়ার  বাদল ভুইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের  অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন নিহত হয়। কিন্তু কতিপয় অনলাইন ও প্রচার  মিডিয়া দলীয় গ্রুপিংয়ের অভিযোগ তুলে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্নীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যে অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি মহল। আমি এসবের তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি হামলা ও গুলির ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী করছি।

 প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে মিথ্যা  ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। যা অমুলক, অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত  আমার জন্যে সম্মানহানীকর। অথচ আমিও আমার পুরো পরিবার বিএনপির সাথে জড়িত।  আমার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র করে আসছে। তাই  আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আলী আহমেদ ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রাসেল মামুনসহ নেতা কর্মীরা। তারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবুর চাচা পরিচয় দেয়া ও হত্যাকান্ডের ঘটনায় মিথ্যে মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator