রবিবার (২২ জুন) দিবাগত রাত ২টার উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকায় এ ঘটনা ঘট। এঘটনায় রৌমারী থানায় একটি মামলা দিয়েছেন ওই ভুক্তভোগি
ভুক্তভোগি শাহীন জানান, ভুক্তভোগি ওই শাহিন মিয়া জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে তার বাড়ির পেছন দিক দিয়ে টিনের বেড়া কেটে ঢুকেন ৬-৭ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত। এরপর বারান্দার গ্রিল, লোহার তালা ও রুমের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন ওই ডাকাতরা। প্রথমে তার ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে তার পরিবারের সদস্যদের রুমে ঢুকে তাদেরও হাত-পা বেঁধে রাখে তারা। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের ভেতরে থাকা আলমারী, ড্রয়ার ও বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। একপর্যায়ে প্রায় ১৩ লাখ টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায় ডাকাতরা। এতে প্রায় আধা ঘণ্টা ধরে চলে পুরো ডাকাতি।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরণের নানা সমস্যা সৃষ্টি হচ্ছে ও ডাকাতির প্রবণতা বাড়ছে। দ্রুত চিহ্নিত করে ডাকাতদের গ্রেপ্তার করার দাবি জানান তারা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত কর বলন, এঘটনায় অজ্ঞাত মামলা হয়েছে। দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।