রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১ হাজার ঘর, মৃত্যু ২

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় ১ হাজার ঘর। এ মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। গতকাল রাত ১১টার দিকে এ আগুনের স
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় ১ হাজার ঘর। এ মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। গতকাল রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনটি ক্যাম্পের ব্লক-ডি থেকে শুরু হয়ে দ্রুত অন্যান্য ব্লকে ছড়িয়ে পড়ে। তীব্র বাতাস এবং ঘরগুলোর অস্থায়ী কাঠামোর কারণে আগুন নেভাতে দমকল বাহিনীকে চরম বেগ পেতে হয়। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। তাদের খাদ্য, পানি এবং চিকিৎসার জন্য তৎপরতা শুরু করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। উখিয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ ভয়াবহ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের অগ্নিকাণ্ড আগে একাধিকবার ঘটলেও এবারের ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপর্যস্ত এই রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা এবং সরকারের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
Hiçbir yorum bulunamadı


News Card Generator