রংপুরের মিঠাপুকুরে ‘আমরা ক’জন’ সামাজিক সংগঠনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ‘আমরা ক’জন’ সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক এ সামাজিক সংগঠনটি প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আয়োজন করে।

মাহমুদুল হাসান পায়েলের সভাপতিত্বে ও সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ ক্রীড়া উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী, আমির রংপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল, আমির মিঠাপুকুর উপজেলা শাখা; হারুনুর রশিদ বেলাল, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখা।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম খন্দকার, আমির ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী; হাফিজুর রহমান ফকির, সভাপতি পেশাজীবী সংগঠন মিঠাপুকুর উপজেলা শাখা; মাওলানা আকমাল হোসেন, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন দুর্গাপুর ইউনিয়ন শাখা; আব্দুল আহাদ মণ্ডল, সেক্রেটারি দুর্গাপুর ইউনিয়ন শাখা; শহিদুল ইসলাম মণ্ডল, প্যানেল চেয়ারম্যান ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ; রাজা মিয়া, ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড; মোস্তাফিজুর রহমান মুকুল, এমডি উত্তরা ক্লিনিক; নুরুল হুদা আশরাফী, সভাপতি যুব বিভাগ ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “সুস্থ দেহেই সুস্থ মন গড়ে ওঠে। ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় বল। যুবকদের মাদক থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আমরা ক’জন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই মানবকল্যাণে কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক প্রয়োজন—সব ক্ষেত্রেই এ সংগঠনটি বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এমন সংগঠনগুলো যদি মানবসেবায় এগিয়ে আসে, সমাজ আরও উপকৃত হবে।”

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এমন আয়োজন আমাদের অনুপ্রাণিত করে, আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক।”

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘আমরা ক’জন’ সামাজিক সংগঠনটি জনকল্যাণমূলক ও সেবামুখী কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন শেষে উপস্থিত সবাই আনন্দঘন সময় উপভোগ করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator