লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার হতে রংপুর যাওয়ার পথে গঙ্গাচড়া মহিপুর সেতুতে মটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে তুষভান্ডার যুবদল সদস্য জামিউল ইসলাম সুমন । জানাগেছে, ইফতারের পর তুষভান্ডার ইউনিয়ন যুবদলের সদস্য জামিউল ইসলাম সুমন মটর সাইকেলে রংপুর যাওয়ার পথে রংপুর থেকে আসা ৩ জন আরোহীসহ অপর একটি মটর সাইকেল তাদের মটর সাইকেলে লাগিয়ে দিলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় । এ ব্যাপারে জামিউল ইসলাম সুমন রংপুর নিউজকে জানায়,তিনি ডান পায়ে আঘাত পেয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কালীগঞ্জের তুষভান্ডার বাসায় অবস্হান করছেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found