সংবাদদাতা, আই নিউজ বিডি | নরসিংদী, ৫ মে ২০২৫:
নরসিংদীতে রইস হত্যার বিচার দাবিতে আয়োজিত এক শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা পুলিশের সঙ্গে একযোগে মাঠে নেমেছে এবং তাদের মধ্যে অনেকেই হেলমেট ও রাজনৈতিক দলের মতো পোশাকে সজ্জিত ছিল।
স্থানীয় এক শিক্ষার্থী, যিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, "বোতল বদলেছে ঠিকই, কিন্তু ভেতরের বিষ এখনও রয়ে গেছে। যারা এক সময় নিজেদের নির্যাতিত দাবি করত, তারাই এখন দমননীতিতে সক্রিয়।"
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযোগ তুলেছেন, "যদিও ছাত্রলীগ এখন আনুষ্ঠানিকভাবে মাঠে সক্রিয় নয় বলা হচ্ছে, তথাপি হেলমেট পরা সেই একই ধাঁচের চক্র এখনও সক্রিয়।"
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় কেউ আহত হয়েছেন কিনা বা কতজন গ্রেপ্তার হয়েছেন—সেই সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় জনগণ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদকের বক্তব্য:
রাজনৈতিক বা দলীয় পরিচয়ের আড়ালে সাধারণ মানুষের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি।
প্রতিবেদন: গৌরব সাহা
সংবাদ মাধ্যম: আই নিউজ বিডি, নরসিংদী



















