close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রিয়াল নয়, প্যারিসে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

অল্প বয়সেই পেয়েছে খ্যাতি ও সুনাম। বলছি আর্জেন্টাইন বিস্ময়বালক ফ্রাঙ্কো মাস্তানতুনোর কথা। ১৬ বছরেই প্রফেশনাল ফুটবলে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয় তার। রিভার প্লেটে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার সম্প্রতি ডাক পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে। 

রিভার প্লেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে এই বালক এইবার আসতেছে ফরাসি ক্লাব পিএসজিতে। ফুটবল দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো বলেন, মাস্তানতুনোর রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো। পিএসজি ওই অর্থ দিয়ে রিভার প্লেট থেকে তাকে কিনতে যাচ্ছে।

দুই পক্ষের মধ্যে আলোচনা বেশ ভালোই এগিয়েছে। ইতিমধ্যে খেলোয়াড় নিজেও সবুজ সংকেত দিয়ে রেখেছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করার ধাপে এগোবেন বলে ধারণা করা যাচ্ছে। যদিও রিভার প্লেট পিএসজির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। আসন্ন আন্তর্জাতিক বিরতির পর প্রস্তাব পাঠিয়ে চুক্তি সম্পন্ন করতে পারে লা প্যারিসিয়ানরা। 

পিএসজির আগে তাকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে৷ খেলোয়াড় নিজেও মাদ্রিদের অপেক্ষায় ছিলেন। কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদ তার প্রতি আগ্রহ অনেকটাই কমিয়ে দিয়েছে। তিনি না আসলেও আরেক আর্জেন্টাইন প্লে মেকার নিকো পাজ কে ফিরিয়ে আনার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator