close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাতের ভোট ও ২০২৪ নির্বাচন নিয়ে প্রশ্নে উত্তরে কাদের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজের রাজনৈতিক দুর্বলতা ও ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন। বলেছেন— "গাটারে পড়েছি", তবে এখানেই থেমে থাকছেন না; বলছেন, “তবু আশার আলো আছে, আমরা ঘুরে দাঁড়াবো ..

ভুল স্বীকারে ছোট হওয়া যায় না”— এই বাণী যেন জীবন্ত করে তুলেছেন আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা ও বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নাগরিক টিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেন, যা ইতোমধ্যেই রাজনীতির হট টপিকে পরিণত হয়েছে।

সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “গাটারে পড়েছি, এটা স্বীকার করি। তবে উঠে আসার আশা এখনো আছে। আমরা যা কিছু করবো, দেশের মাটিতেই করবো।”

এই বক্তব্যে বোঝা যায়, রাজনীতির কঠিন সময় ও জনআস্থা হারানোর বাস্তবতা তিনি অনুধাবন করেছেন। তবে তিনি হাল ছাড়েননি। বরং দেশেই নতুনভাবে রাজনীতিকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।


খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে কাদেরের মন্তব্য:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে না যাওয়ার প্রসঙ্গে কাদের বলেন, “তিনি আপোষ করেননি, তাই যেতে পারেননি। সরকার তার চিকিৎসার বিষয়ে সহানুভূতিশীল হলেও, আইনি কাঠামো ও রাজনৈতিক বাস্তবতা সেটি সম্ভব করে তোলেনি।”


শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে সরাসরি ব্যাখ্যা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ বিষয়ে প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “ওই সময় তার বেঁচে থাকা জরুরি ছিল। ছাত্র-জনতার রোষের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। তিনি পালিয়ে যাননি, বরং পরিকল্পিত হত্যাচেষ্টা থেকে বেঁচে থাকতে দেশত্যাগ করেছিলেন।”

এই বক্তব্যে তিনি বোঝাতে চান, আওয়ামী লীগ নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে দলকে বাঁচাতে পেছনে সরে গিয়েছিলেন, সামনে না।


২০০৭ সালের আন্দোলনের স্মৃতিচারণ:

২০০৭ সালের আন্দোলন নিয়ে প্রশ্নে কাদের বলেন, “ছাত্ররাই আমাকে বাঁচিয়েছে। সেই সময় কিছুদিন আত্মগোপনে থাকতে হয়েছিল।” এমন খোলামেলা স্বীকারোক্তি সচরাচর রাজনীতিকদের মুখে শোনা যায় না।


ভুল স্বীকার এবং গণতন্ত্র প্রসঙ্গে সাহসী ভাষ্য:

তিনি বলেন, “ভুল হলে স্বীকার করি। উন্নয়ন ও গণতন্ত্র একসাথে চলতে পারে— এই বিশ্বাসে আমরা কাজ করি। আত্মসমালোচনাই আত্মশুদ্ধির পথ।”
এমন বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, আওয়ামী লীগ সরকার আত্মপ্রত্যয়ের সাথে এগিয়ে যেতে চায়, ভুল স্বীকার করেও।


রাতের ভোট ও ২০২৪ নির্বাচন নিয়ে প্রশ্নে উত্তরে কাদের:

“২০১৮ সালের রাতের ভোট নিয়ে বিতর্ক রয়েছে, আমরা তা জানি। তবে ভুল হলে স্বীকার করব। আবার জনগণের মুখোমুখি হবো— রাজপথে নয়, ব্যালটেই বিশ্বাস রাখি।”

Nema komentara