close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাতের আঁধারে তালা ভেঙে ষাঁড় চুরি, দিশেহারা মালিক

Amran Ahmed avatar   
Amran Ahmed
সিলেটের বিয়ানীবাজারে গোয়াল ঘরের তালা ভেঙে একটি দেশীয় জাতের ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে।..

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া গরুটির মালিক লাউতা গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তার নিজ বাড়ির গোয়াল ঘরে রাখা একটি ষাঁড়জাতীয় দেশীয় গরু গভীর রাতে চোরেরা তালা ভেঙে নিয়ে যায়। 
ভুক্তভোগী ইসহাক আলী জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে রেখে তালা দিই। মধ্যরাতে গরুর ঘর আরেক দফা পরিষ্কার করে সবকিছু ঠিক আছে কিনা তা দেখি। এরপর গরুটির সাথে তার বাকি আরও একাধিক গরু গোয়াল ঘরে রেখে তিনি ঘুমাতে যান। পরদিন সকালে উঠে গোয়াল ঘরে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং গরুটি সেখানে ছিল না। তালা ভাঙা দেখে নিশ্চিত হন, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে গরুটি চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া ষাঁড়টির গায়ের রং সাদা, ধূসর, কপালে সাদা দাগ রয়েছে (সিলেটি ভাষায়- চাঁদ কপালি) এবং গলায় লাল রঙের দড়ি বাঁধা ছিল বলে জানান তিনি। গরুটি দেখতে পেলে নিকটস্থ থানা বা মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। তারা দ্রুত চুরি যাওয়া গরুটি উদ্ধার এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

No comments found


News Card Generator