close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড: তৈরি হলো চাঞ্চল্য!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The verified Facebook ID of President Shahabuddin was briefly compromised by hackers.

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাকড হওয়ায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য হ্যাকাররা আইডিটির নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করার চেষ্টা করে, যা রাষ্ট্রপতির ডিজিটাল নিরাপত্তার ওপর বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে।

জানা যায়, হ্যাকের পর আইডিটি থেকে একটি অদ্ভূত পোস্ট করা হয়, যেখানে শুধু ‘#Resignation’ শব্দটি লেখা ছিল। যেহেতু রাষ্ট্রপতির অ্যাকাউন্টটি 'অনলি ফ্রেন্ডস' সেটিংসে পরিচালিত হচ্ছিল, তাই তাঁর ব্যক্তিগত ফ্রেন্ডলিস্টের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ ছিল। তবে ফ্রেন্ডলিস্টে থাকা একাধিক ঘনিষ্ঠজন ও পরিচিত ব্যক্তি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন। তাদের ভাষ্যমতে, রাষ্ট্রপতির আইডি থেকে এমন পোস্ট দেখে অনেকেই বিস্মিত ও বিভ্রান্ত হয়ে পড়েন।

ঘটনাক্রমে, পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজেই আইডিটি থেকে একটি সংক্ষিপ্ত বার্তা দেন: ‘আমার ফেসবুক আইডি হ্যাকড।’ এই বার্তার মাধ্যমে তিনি সাইবার হামলার বিষয়টি স্বীকার করে নেন এবং তার আগের পোস্টটির দায়ভার অস্বীকার করেন। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক হ্যাকড হওয়া দেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই প্রকট করে তুলেছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

যদিও দ্রুতই আইডিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এই ঘটনা প্রমাণ করে যে সাইবার অপরাধীরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে কতটা তৎপর। এই ঘটনায় সরকারের উচ্চমহলে এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ সৃষ্টি হয়েছে। এ ধরনের হ্যাকিং শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং রাষ্ট্রীয় ভাবমূর্তির জন্যও হুমকিস্বরূপ। পুরো ঘটনাটি বর্তমানে সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা টিম দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে।

Walang nakitang komento


News Card Generator