close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠ সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি..

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

ঠাকুরগাঁও‌‌, সংবাদদাতা।। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানায় জিডি নং ৩৩৪, ট্র্যাকিং নং KOOE9A।

জিডিতে উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৫টার দিকে সাংবাদিক নোমান উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে গাছপালা কেটে স্তুপ করা অবস্থায় দেখতে পান। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডি Abdullah Al Numan–এ প্রকাশ করেন।

এ ঘটনার পর ওইদিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে এমএবি ভাটার স্বত্বাধিকারী আইনুল হকের ছেলে বিবাদী মো. শেখ ফরিদ তার ফেসবুক আইডি MD Sheikh Farid থেকে সাংবাদিক নোমানকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুড়িয়ে হত্যার হুমকি দেন। হুমকি দাতা শেখে ফরিদ ইউনিয়ন যুবলীগ নেতা ।

সাংবাদিক নোমান জিডিতে উল্লেখ করেন, বিবাদীর আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তার ক্ষতি হতে পারে। এজন্য বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

জিডি গ্রহণ করেন রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই মো. আশরাফুল ইসলাম। বিষয়টি পর্যালোচনা করে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

দেন।

 

没有找到评论


News Card Generator