ঠাকুরগাঁও–৩ আসনের নির্বাচনী হাওয়া আরও এক ধাপ বেড়ে গেলো রাণীশংকৈল ও পীরগঞ্জজুড়ে অনুষ্ঠিত জাহিদুল রহমান জাহিদের বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে। সোমবার বিকেলে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রচারণাকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।
শতশত মোটরসাইকেল নিয়ে গঠিত বহরটি পৌর এলাকা হয়ে নেকমরদ, ফুটানিটাউন, বাংলাগড়, কাতিহার হাট ঘুরে গোগর চৌরাস্তা পর্যন্ত এগিয়ে যায়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা ধানের শীষের সমর্থনে স্লোগান দিতে দিতে এগিয়ে গেলে পথের দুই ধারের মানুষও থমকে দাঁড়িয়ে এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।
শোডাউনে বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার আহমেদসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরাও জাহিদুল রহমানের সঙ্গে থেকে প্রচারণাকে আরও জোরদার করে তোলেন। অনেকেই নিজের মোবাইলে শোভাযাত্রার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, নির্বাচনী প্রচারণার শুরুতে এমন বড় জমায়েত ধানের শীষের প্রার্থীকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। তাদের দাবি, এ আয়োজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্যও একটি বার্তা—রাণীশংকৈল ও পীরগঞ্জে বিএনপি এখন আরও সংগঠিত ও উদ্দীপ্ত।



















