close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে ১ আটক।..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈল ধর্মগড় সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে ১ আটক।

রাণীশংকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৬ জুন) আনুমানিক দুপুর ১২ টায় উপজেলার ধর্মগড় ই..

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির হাতে ১ আটক।

 

রাণীশংকৈল প্রতিনিধিঃ 

হাসিনুজ্জামান মিন্টু 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৬ জুন) আনুমানিক দুপুর ১২ টায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ সীমান্তবর্তী এলাকায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩৭২/৭ এস এর বিপরীতে ২০ গজ ক্রস করে ঘাস কাটতে গেলে ফেরার সময় শাহানাবাদ নামক স্থানে ধর্মগড় বিজিবি'র টহলরত দল নূর ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করে।

 

নূর ইসলাম ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকার সাইফুউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ৫০ বিজিবি'র ধর্মগড় বিওপি কর্তৃপক্ষ। পরে আটককৃত নূর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপি’র নায়েক আলমগীর হোসেন ও ল্যন্সনায়েক রিপন চাকমা। সীমান্তের আশপাশে ঘাসকাটা,অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যাহার জিডি নং ৭১০। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা.আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সর্তক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।

Nenhum comentário encontrado