রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে
নাঈম উদ্দিন (২১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(২০মে) সকাল দশটায় মরিয়ম নগর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আবদুল সবুর মেনশনে মো.আমীন (৫০) এর বাড়িতে কাজ করার সময়ে এ ঘটনা ঘটেছে।
মো.আমীন (৫০) এর বাড়িতে গত ০৪দিন ধরে তিনজন শ্রমিক বিদ্যুৎতের কাজ করছে, তিনজন যথাক্রমে মরিয়মনগর মাইজপাড়ার নিবাসী জসিম উদ্দিন এর পুত্রনাইম উদ্দিন (২১), মরিয়মনগর মৌলভী পাড়ার নিবাসী ফজলুল করিম এর পুত্র ফয়সাল (২১)
একই এলাকার নিবাসী ইমাম উদ্দিন এর পুত্র পারভেজ (২৫)।
প্রসঙ্গত, প্রতিদিনের মতো আজ সকালে বিদ্যুৎতের কাজ করতে গেল,বিদ্যুৎতের কাজ করা অবস্থায় নাইম উদ্দিন (২১) হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঢলে পড়ে। বাড়ির মালিক আমীন সাথে সাথে মিস্ত্রি ফয়সাল,পারভেজ- সহ স্থানীয় লোকজন নিয়ে নাইম উদ্দিনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১১:৩০ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা মৃত্যুর কারন জানতে চাইলে, কর্তব্যরত চিকিৎসক স্বাভাবিক ভাবে মারা গেছে বললে, স্থানীয়রা জানান ভিকটিম নাইম উদ্দিন (২১) বিদ্যুৎতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। কর্তব্যরত চিকিৎসক তাদের জানায় যে, ভিকটিম নাইম উদ্দিন (২১) এর মৃত্যু সম্পর্কীয় পরিক্ষা-নিরীক্ষাতে এমন কিছু পরিলক্ষিত হয়নি।
পরবর্তীতে দুপুর ১২:০০ঘটিকায় ভিকটিমকে স্থানীয় লোকজন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে নিয়ে, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউপিস্থ হেলথকেয়ার হসপিটালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর দুপুর ১২:৩০ ঘটিকায়, ভিকটিমকে নিয়ে ভিকটিমের সাথে থাকা লোকজন ভিকটিমের নিজ বাড়িতে নিয়ে আসে।
বর্তমানে লাশ ভিকটিমের নিজ বাড়িতে আছে। থানা পুলিশ ভিকটিমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















