রাঙ্গুনিয়া শাহ আলম চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..

Nezam Uddin avatar   
Nezam Uddin
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।..

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত দক্ষিণ রাঙ্গুনিয়া মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) কলেজের নিজস্ব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী মোহাম্মদ এরফানুল হক।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের শিক্ষক আকতার হোসাইন ও চম্পা দে। স্বাগত বক্তব্য দেন কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য দিদারুল ইসলাম, ডা. তাশদিদ নূর, নাজিম উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, আবু জাফর ও মোহাম্মদ ফোরকান উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ ফরহাদ, গীতা পাঠ করেন পদার্থ বিজ্ঞানের প্রদর্শক শুভ্রা মজুমদার এবং ত্রিপিটক পাঠ করেন পালি বিভাগের সহকারী অধ্যাপক বটন কান্তি বড়ুয়া। মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী নিশিতা বড়ুয়া এবং মানপত্র গ্রহণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল বশর রাসেল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলা উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী স্মৃতিচারণ করেন নাসরিন, আয়েশা তামিম আনিসা, সানজিদা সুলতানা সাহিদা, আশরাফুল তুহিন, মুহাম্মদ মুসা ও কুরবান আলী।

অনুষ্ঠানে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটায় এবং নতুন অধ্যায়ের সূচনা করে।

No se encontraron comentarios


News Card Generator