রাঙ্গুনিয়া আদর্শ থানা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৫ দিনব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে। রবিবার পহেলা জুন রাঙ্গুনিয়া ইছাখালি সংলগ্ন নুর জাহান কমিউনিটি সেন্টারে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি জনাব তানজির হাসান জুয়েল।
তার বক্তব্যে জনাব তানজির হাসান বলেন, 'নামাজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতিযোগিতা আমাদের যুবসমাজকে ধর্মীয় দায়িত্ব পালনে উৎসাহিত করবে।' বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলী, সেক্রেটারি মাঈনুদ্দীন রায়হান, সাহিত্য সম্পাদক জহির উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর উত্তর আইন সম্পাদক সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমির মাওলানা হাসান মুরাদ, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন বাবু এবং সরফভাটা ইউনিয়ন সেক্রেটারি ইকরামুল ইসলাম। বক্তারা অংশগ্রহণকারীদের ধর্মীয় অনুশীলনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং তাদের ঈমানী জীবনের জন্য শুভকামনা জানান।
পুরস্কার বিতরণী পর্বে যারা ৪৫ দিন জামাতে সহিতে নামাজে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে বাই সাইকেল এবং বাকিদের স্কুল ব্যাগ প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ধর্মীয় অনুশীলনের প্রতি আরও অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকরা মনে করেন, এই ধরনের অনুষ্ঠান সমাজে ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করবে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করবে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ আরও গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			