মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার সরেজমিনে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন—মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকুল কান্তি চাকমার ছেলে মিন্টু চাকমা (৪৫)। বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মো. ওয়াজেদ আলীর মেয়ে নুর আয়শা বেগম (৩৫) ও একই স্কুলের সহকারী শিক্ষক সুরেন্দ্র চাকমার ছেলে রুপায়ন চাকমা (৪৩)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, "পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকার সময় তারা পরীক্ষার্থীদের অসদুপায়ে সহায়তা করছিলেন। বিষয়টি
ধরা পড়ে। পরে তাদের সাজেক থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল বলছে, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি।