close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রামপালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****

বাগেরহাট প্রতিনিধি

রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) কে অভিযুক্ত করা হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী তালবুনিয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ড্রেজার মালিক রেজাউল কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন এমন অভিযান চলমান রয়েছে। তথ্য দিয়ে সবাইকে সহযোগীতার অনুরোধ করেন তিনি।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator